জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ঘোষণা দিয়েছেন।
সোমবার রাত ৮টা ১০ মিনিটে দলটির প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে এক বৈঠকে রওশন এরশাদ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এর আগে, রবিবার রংপুরের এক কর্মী সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন