সাভার পৌর এলাকার বাড়ইগ্রামে মোশারফ হোসেন(৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন ব্যাংকটাউন এলাকার বাড়ইগ্রামে ১০শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মাঝে বিচার করতে যান। এসময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা কিছু বুঝে ওঠার আগে তাকে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা নগদ ৪১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ