নারায়ণগঞ্জে আলোচিত পাঁচ খুনের মামলার এজাহারভুক্ত আসামি নাজমা বেগমের ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমাম এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মন্ডল আসামি নাজমাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার রাতে শরীয়তপুর জেলার ডামুড্যা এলাকা থেকে নাজমাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, নাজমা বেগম এই মামলার এজাহারভুক্ত একজন আসামি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব