রাজশাহী মহানগরী ভদ্রার ‘স্মৃতি অম্লান’ ঘেঁষে গড়ে উঠা অবৈধ বাসস্ট্যান্ডে স্থানীয়দের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা একটি বাস ভাঙচুর করেছে। এ নিয়ে মঙ্গলবার দুপুর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক আহত হওয়ার জের ধরে বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ভদ্রা মোড়ে একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানচালক আহত হন। এ ঘটনার পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে একটি বাস ভাঙচুর করে। এসময় ওই বাসের চালককেও মারপিট করা হয়। পরে এনিয়ে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেন, নগরীর দুইটি নির্ধারিত বাসস্ট্যান্ড থাকলেও বিভিন্ন রুটের বাস ভদ্রা দিয়ে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে। সেখানে স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। মোড়ে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনাও ঘটছে। এছাড়া অনিয়ন্ত্রিত ভাবে ভদ্রা মোড়ে বাস রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে। এতেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাস ভাঙচুর করে এবং একজন চালককে মারপিট করে।
এদিকে, চালককে মারপিট ও বাস ভাঙচুরের খবর পেয়ে ভদ্রা অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে অন্য বাস শ্রমিকরা এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় ভদ্রা হয়ে কিছুক্ষণ বাস চলাচল বন্ধ ছিল।
উল্লেখ্য, কয়েকদিন আগে ওই মোড়ে বাসের ধাক্কায় প্রাণ হারান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এক কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা