আবারও ব্যয় বেড়েছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের। ৫৮ শতাংশ ব্যয় বাড়িয়ে নতুন ব্যয় ধরা হয়েছে এক হাজার ২১৯ কোটি ৯০ লাখ টাকা। এছাড়া, প্রকল্প বাস্তবায়নের মেয়াদ দেড় বছর বাড়িয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে প্রায় ১ হাজার ২১৯ কোটি টাকা করা হয়েছে। আগে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা।
তিনি বলেন, “রাস্তার নিচে যে পানি, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ ও টেলিফোন লাইন রয়েছে সেজন্য প্রকল্পের কাজ শুরু করার সময় সমন্বিত নকশা করা হয়নি। এ কারণে এখন কাজ বেড়েছে। তাছাড়া এফডিসি থেকে সোনারগাঁও পর্য়ন্ত ও হাতিরঝিল এলাকায় সম্প্রসারণের কারণে ফ্লাইওভারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। ভূকম্পনরোধক করতে গিয়েও প্রকল্পের ব্যয় বেড়েছে।”
এছাড়া প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০১৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে জানান মন্ত্রী।
প্রসঙ্গত, মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা ছিল। এখন সময় নির্ধারণ করা হয়েছে ২০১৭ সালের জুন নাগাদ।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব