দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহির ও সহ-সভাপতি রেজয়ানুল হক হৃদয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগের এক কর্মীকে মারধরে ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু নিশ্চিত করেছেন।
রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজ সংগঠনের কর্মীকে হয়রানি করায় অভিযোগে শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহির ও সহ-সভাপতি রেজয়ানুল হক হৃদয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত তারা সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। তবে ভবিষ্যতে তাদের কার্যক্রম যদি সন্তোষজনক হয় তাহলে কার্যনির্বাহী কমিটির সভায় তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।’
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী ফজলুল হক ক্যাম্পাস থেকে নবাব আব্দুল লতিফ হলের দিকে যাচ্ছিলেন। এসময় শাহ মখদুম হলের সহ-সভাপতি রেজয়ানুল হক হৃদয়ও হলের পাশে সুইমিং পুলের সামনে দিয়ে তার বান্ধবীর সঙ্গে যাচ্ছিলেন। এসময় হৃয়দ তার বান্ধবীর দিকে তাকানোর কারণে ফজলুল হককে মারপিট করেন। পরে সেখানে শাহ্ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহিরও উপস্থিত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই হলের সভাপতি ও সহ-সভাপতিকে সাময়িক বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষয়ে শাহ্ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহির বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিষ্কারের ঘটনা দুঃখজনক। তিনি বলেন, ‘আমি সেখানে সময়মত উপস্থিত না হলে বড় কোনো ঘটনা ঘটতে পারতো। ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক, তাদের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিতে বাধ্য।’ ভুক্তভোগী ফজলুর হক বলেন, ‘কোনো কারণ ছাড়াই অন্যায়ভাবে তারা আমাকে মারধর করেন। আমি এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।’
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন