সদ্যঘোষিত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে প্রত্যাখ্যান করেছে পার্টির সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
তাজুল ইসলাম বলেন, এরশাদ সাহেবের এই দুই সিদ্ধান্তের সঙ্গে জাতীয় পার্টির একজন এমপিও একমত হননি। আমরা তাকে তার এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন