নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র তিন সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুন করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজ এ আদেশ দেন।
তিন জিএমবি সদস্য হলেন- নাইমুর রহমান নয়ন (২৫), মো. শওকত রাসেল (২৬) ও ফয়সাল মাহমুদ (২৬)।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘গ্রেফতার হওয়া তিন জেএমবি সদস্যকে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত শুনাশি শেষে প্রত্যক মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে মামলা দুটো তদন্ত কর্মকর্তা একজন হওয়ার দুটো মামলার জিজ্ঞাসাবাদ একই সাথে করার নির্দেশ দেন আদালত।’
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ২৫০ রাউন্ড গুলি, ১০টি ডেটোনেটর, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, পাঁচ কেজি বিস্ফোরক জেল, সেনাবাহিনীর পোশাক ১২ সেট, নেমপ্লেট ও বেইজ র্যাংক, ডায়েরি, মানচিত্র এবং সাংগঠনিক বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। অভিযানে জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব