রাজধানীর হাজারীবাগের ট্যানারি মানুষের আয়ু কমিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলন-পবার চেয়ারম্যান আবু নাসের খান। একইসঙ্গে তিনি বলেছেন, হাজারীবাগে এক দিনের জন্য ট্যানারি থাকা মানে মানুষের আয়ু একদিন করে কমে যাওয়া।
মঙ্গলবার রাজধানীর কলাবাগানের পরিবেশ বাঁচাও আন্দোলন কার্যালয়ে আয়োজিত ‘ট্যানারি স্থানান্তরের উদ্ভূত পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আবু নাসের খান বলেন, এখানকার ট্যানারি দীর্ঘ ৬৫ বছর ধরে বুড়িগঙ্গা নদী দূষণ করছে। এতে বুড়িগঙ্গার পানি শিল্প, কৃষি ও গৃহস্থালী কাজে ব্যবহার করা যাচ্ছে না। এমনকি পরিশোধন করেও পানযোগ্য করা যাচ্ছে না। তাই ৩৯ মিলিয়ন লিটার পরিশোধন ক্ষমতাসম্পন্ন চাঁদনিঘাট ওয়াটার ওয়ার্কস হতে পানি সরবরাহ হচ্ছে না।
তিনি বলেন, বুড়িগঙ্গা আজ একটি মৃত নদী। যেখানে দ্রবীভূত অক্সিজেন (ডিও) প্রায় শূন্যের কোঠায়। হাজারীবাগের ট্যানারিগুলো প্রতিদিন ২২ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য এই নদীতে ফেলছে। এছাড়া ১০০ থেকে ২০০ মেট্রিকটন কঠিন বর্জ্যও ফেলা হচ্ছে এই নদীতে।
এসব বর্জ্যে ক্রোমিয়াম, লেড, সালফার, সালফিউরিক এসিড, হাইড্রোজেন সালফাইড, চামড়া প্রক্রিয়ায় ব্যবহৃত অনেক ভারী ধাতু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষাক্ত এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্যাদি পানি, বাতাস ও মাটি দূষণসহ জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সোবহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ, অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব