রাজধানীর মিরপুরের পরীরবাগ এলাকার একটি বাসা থেকে বৃষ্টি (২৪) নামের এক গৃহবধূর পচন ধরা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার ওসি ভূঁইয়া মাহবুব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভবত ৩ থেকে ৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। আজ (মঙ্গলবার) গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বৃষ্টির মরহেদ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডের পর থেকে বৃষ্টির স্বামী সোহাগ পলাতক। পুলিশের ধারণা সোহাগই তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব