র্যাব মহাপরিচালক বেনজির আহম্মেদ বলেছেন, ‘তিন মাস আগে জেএমবি মাথা চাড়া দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে তাদের কার্যক্রমে স্থবিরতা এসেছে। সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা হয় গ্রেফতার হয়েছেন, না হয় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’
রাজশাহী জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজশাহীর বাগমারায় আহমেদিয়া মসজিদে হামলা প্রসঙ্গে র্যাব প্রধান বলেন, ‘নিহত যুবকের পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে সব বাহিনী একসঙ্গে কাজ করছে।’
তিনি বলেন, ‘ওই যুবক নিশ্চয়ই কারও সন্তান, কারও ভাই কিংবা কোনো স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করেছে। তাও যদি না করে থাকে তাহলে রাখালের কাজ হলেও করেছে। তাই তার পরিচয় জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করুন। তার পরিচয় মিললে ওই ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।’
রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ও র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন