ইয়াবা দিয়ে ফাঁসানোর চক্রান্ত বিষয়টি প্রমাণিত হওয়ায় তিন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাগ্রহনের জন্য সুপারিশ করার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল। অভিযুক্তরা হলেন, নগর পুলিশের এসআই শাহাদাত হোসেন, সিআইডির এসআই জুয়েল সরকার ও শেখ সজীব।
চট্টগ্রাম নগর পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ অক্টোবর এসএ পরিবহনের কাজীর দেউড়ি কার্যালয়ে একটি সাউন্ড বক্সের ভেতর চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। কোতোয়ালি থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে ওই অভিযান পরিচালিত হয়েছিল। এরপর তদন্তে পরিণত হয় তিন এসআই ষড়যন্ত্রমূলকভাবে ওই ইয়াবাগুলো দিয়ে নাটক সাজিয়েছিল। অভিযুক্ত তিন এসআইয়ের মধ্যে শাহাদাতের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশও দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন