রংপুরের মিঠাপুকুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কাঠ বোঝাই নসিমনের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নসিমন চালক রাশেদুল (২৭), তার সহকারী টিটুল (২৫) ও কাঠ ব্যবসায়ী মিঠুন (২৩)। সবার বাড়ি মিঠাপুরের শিরুডাঙ্গা গামে।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিঠুন নসিমনে করে কাঠ নিয়ে মিঠাপুকুর বাজারে একটি স’ মিলে যাচ্ছিলেন। অন্যদিকে যাত্রীবাহী পরিবহনের বাসটি পঞ্চগড় থেকে যাচ্ছিল ঢাকায়। এসময় দ্রুতগতির বাসটি বিপরীতগামী ছোট বাহনটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে নসিমন উল্টে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
তিনি আরও জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব