ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর ও তিন এসআইসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক নারী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর, এসআই জসিম, এসআই জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদের।
বাদীর আইনজীবী শহীদুল হক বলেন, ‘ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম বাদীর আংশিক জবানবন্দি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বাকি জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন আদালত।’
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৬/রশিদা/মাহবুব