রাজশাহীতে শপথ নিতে এসে এবার গ্রেফতার হলেন তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মিজান শপথ নিতে জিরোপয়েন্ট হয়ে নগরীর শিল্পকলা একাডেমীতে যাচ্ছিলেন। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে।
তানোর উপজেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা থাকলেও সেসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন। জামিনে থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়ে ১৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন।
আজ বিকালে শিল্পকলা একাডেমীতে জেলার ১৩টি পৌরসভার নবনির্বািচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ