বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।
আজ বিকেল সোয়া চারটার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক শরু হয়ে শেষ হয় সাড়ে পাঁচটায়।
বিশেষ এই বৈঠকে অংশ নিয়েছে- ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, জাপান, জার্মান, স্পেন, তুরস্ক ও কুয়েতসহ ১২ দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান ও আসাদুজ্জামান রিপন এ বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া প্রবীণ সাংবাদিক শফিক রেহমানও এ বৈঠকে অংশ নিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন