রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে দুর্বৃত্তদের ছোঁড়া দুটি ককটেল বিস্ফোরণে ২ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ওই এলাকার একটি কারখানার গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মেসার্স ওয়াশিং ফ্যাক্টরির দারোয়ান আলী আজগর (৫২) ও স্টোর কিপার হারেজ মিয়া (৫০)। এদের মধ্যে আলী আজগরের বাড়ি রূপনগর শিয়ালবাড়ি এলাকায়, আর হারেজ মিয়া মিরপুর ২ নম্বরে ভাড়া বাসায় থাকেন।
আহত আলী আজগর বলেন, রাত সাড়ে ৭টার দিকে কারখানার সামনে স্টোর কিপার হারেজ মিয়া গাড়ির চালান লিখছিলেন। হঠাৎ এক মোটরসাইকেলে আসা তিন আরোহী আমাদের লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আমরা আহত হই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আলী আজগরের ডান হাত ও পাজরে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। আর হারেজ মিয়ার বাম হাত ও পাজরে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব