বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সফরের আগের দিন রাজশাহীতে আক্তারুজ্জামান কচি নামের এক ব্যাংক কর্মকর্তাকে (সাময়িক বরখাস্ত) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কচির বাবা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান।
অপহৃত আক্তারুজ্জামান কচি এক্সিম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার মঠপুকুর এলাকায়।
দুইদিনের সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান শুক্রবার বিকেলে রাজশাহী আসার কথা আছে। শনিবার সকালে রাজশাহীর বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে গভর্নরের মতবিনিময় কর্মসূচি আছে।
ওসি শাহাদত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে আক্তারুজ্জামান নগরীর নিউ মার্কেটের পশ্চিম সুলতানাবাদ এলাকার একটি গলির রাস্তায় নন্দিতা প্রিন্টিং প্রেসে চা পান করছিলেন। এসময় একটি সাদা মাইক্রোবাস ওই গলির মধ্যে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যায়। তার মোবাইল ফোন নম্বর বন্ধ আছে। তবে সর্বশেষ তার ফোন নম্বরের অবস্থান রেল স্টেশন এলাকায় পাওয়া গেছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
রাজশাহী এক্সিম ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট নুরুল হাবিব বলেন, ৬-৭ মাস আগে রাজশাহী শাখা থেকে আক্তারুজ্জামানকে আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় তিনি সাময়িক বরখাস্ত হন। এরপর তিনি এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরসহ (এমডি) ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। সে মামলা বিচারাধীন আছে। বিকেলে আক্তারুজ্জামানের বড় ভাই আবদুল মতিন ফোন করে অপহরণের বিষয়টি তাদের জানিয়েছেন বলে জানান নুরুল হাবিব।
এদিকে, আক্তারুজ্জামানের ছোট ভাই হাসানুজ্জামান বলেন, এক্সিম ব্যাংকের রাজশাহী শাখার তিনি প্রথম ব্যবস্থাপক ছিলেন। আগামী শনিবার রাজশাহী বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে নতুন উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে গভর্নরের যে মতবিনিময় সভা আছে সেখানে আক্তারুজ্জামান আমন্ত্রিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব