রাজধানীর কল্যাণপুর নতুনবাজার এলাকার পোড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার বেলা ১২টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ওই বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ওই বস্তিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এর আগে বৃহস্পতিবার বস্তিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও বস্তিবাসীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব