রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার একটি বাসা থেকে তানিয়া আকতার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন।
নিহত তানিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বলিঘর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
এসআই আমির হোসেন জানান, খবর পেয়ে ওই বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তানিয়া কামাল ও জাহাঙ্গীরের বাসার গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, বাসিন্দারা বলেছেন- তানিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব