বরিশাল নগরীর সোনালী বাজার রোড আইসক্রিম মোড় এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের ৯ জন আহত হয়েছে। মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে শুক্রবার দুপুর পৌঁনে ২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শেখ রহিম, আবিদ হাসান রানা ও পারভেজ নামে ৩ জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার রাতে নগরীর দপ্তর খানা এলাকা থেকে ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী জয় ওরফে একটেল জয়ের মোবাইল ছিনতাই হয়। ওই ঘটনায় ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. পারভেজের ভাই সোহাগ ওরফে বাঘা সোহাগকে দায়ী করা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে সোনালী আইসক্রিম মোড়ে রানা, শেখ রহিম ও তাদের সহযোগিদের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রদলের পারভেজ এবং তার সহযোগীরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করেত পারেননি তারা।
কোতয়ালী থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব