চট্টগ্রাম কাস্টমসের সার্ভারে ধীরগতির কারণে গত সপ্তাহজুড়ে আমদানি-রফতানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। ফলে শুক্রবার বন্ধের দিনেও কার্যক্রম চলেছে। আগামীকাল শনিবারও কাস্টমস হাউজ খোলা থাকবে।
গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা যায়।
চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে সার্ভারে ধীরগতি দেখা দেয়। সন্ধ্যার পর সার্ভার পূর্ণ সচল হলেও দিনের সব কাজ শেষ করা যায়নি। ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে বন্ধের দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে আমদানি-রফতানি বাণিজ্যের গতিও ধরে রাখা হচ্ছে।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরু থেকেই আমদানি পণ্যের আইজিএম দাখিল করলে সার্ভার ধীরগতিতে কাজ করে। এরপর প্রতিদিন এ সমস্যার কারণে আমদানি-রফতানি কাজে ব্যাঘাত ঘটে। গত বৃহস্পতিবার সার্ভার খোলাই যায়নি। তাই সব ধরনের কাজ বন্ধ ছিল। সার্ভার সচল করতে গত কয়েকদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডের টেকনিক্যাল বিভাগ কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন