রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোতালেব (৪৫) ও জিহাদ (২২)। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়- সায়েদাবাদ এলাকায় ইয়াবার একটি চালান হাত বদল হতে হচ্ছে। তখন র্যাব-১’র একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা ও এক লাখ টাকাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব