চট্টগ্রাম নগরীতে মো. রিপন (৩৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বিষপানে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ।
তিনি বলেন, বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার ভোররাত ৪টার দিকে রিপনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২২ জানুয়ারি) গভীর রাতে নগরীর খুলশী থানার টিকিট প্রিন্টিং কলোনিতে নিজ বাসায় বিষপান করে ওই যুবক।
খুলশী থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, রিপন টিকিট প্রিন্টিং কলোনি এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে। মানসিক অশান্তি থেকে তিনি বিষপান করেছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
রিপনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ