নারী সহকর্মীর বাসায় হামলার অভিযোগে চট্টগ্রামে মো. শাহজাহান (৩৫) নামে এক রেল কর্মচারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে নগরীর ঝাউতলা থেকে আটক করে খুলশী থানা পুলিশ।
মো.শাহজাহান রেলওয়ের খালাসি পদে কর্মরত আছেন। শুক্রবার রাতে যে নারী কর্মচারির বাসায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তিনি সিআরবির নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খুলশী থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) শহীদ শরীফ জানান, শুক্রবার রাতে শাহজাহান তার প্রতিবেশি নারী কর্মচারির বাসায় হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময় ওই বাসায় টিনের সীমানা প্রাচীরও তারা উপড়ে ফেলে।
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে শাহজাহানকে আটক করে থানায় নিয়ে আসে।
রেলওয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এর আগেও রেলওয়ে পূর্বাঞ্চলের এক শীর্ষ কর্মকর্তার বাসায় হামলা চালায় শাহজাহান। রেলওয়ের নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে শাহজাহান বারবার হামলার ঘটনা ঘটাচ্ছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ