শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় গাছের সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) সূত্র জানায়, শনিবার সকালে হঠাৎ করে বিকট শব্দ শুনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের রাস্তার দিকে শিক্ষার্থীরা ছুটে যান। এসময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ২০-৪০০৯) ধাক্কা লেগে পড়ে থাকতে দেখেন। রাস্তায় একজনের মৃতদেহ ও গাড়ির ভেতর তিনজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার শিকার গাড়িটি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের শিক্ষক আরিফ আহমদের বলে জানা গেছে। কয়েকদিন আগে তিনি গাড়িটি কেনেন।
জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা