রাজশাহীতে স্থানীয় নতুন উদ্যোক্তা ও ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শনিবার সকালে নগরীর কাজীহাটায় বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক জিন্নাতুন বাকেয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান। এসময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। অনেক ক্ষেত্রে রোল মডেলও বলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন গবেষণায় এখনও বাংলাদেশ উন্নয়নের পরীক্ষাগার, তবে ইতিবাচক অর্থে। তাই এর সঙ্গে তাল মিলিয়ে রাজশাহী অঞ্চলের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে হবে।
এ সময় গভর্নর রাজশাহীর নতুন উদ্যোক্তা ও কৃষকদের বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা