নিজের নাম ব্যবহার করে একটি ‘ভুয়া’ ফেসবুক আইডি থেকে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ইতোমধ্যে এ বিষয়টি অবহিত করে কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও তিনি জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার একটা ফেসবুক আইডি আছে, এ ছাড়া আর কোনো আইডি নেই। আমার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি সংঘবদ্ধ চক্র আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের নিকট চাঁদা চাওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রশাসনকে অনুরোধ করব এ সংঘবদ্ধ চক্রটিকে আইনের আওয়তায় নিয়ে আসবেন। এতে আমিসহ অনেক ভুক্তভোগীরা উপকৃত হবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব