ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে মরহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
আজ শনিবার বিকেলে এম এ আজিজের হোসনে দালানের বাসায় গিয়ে শ্রদ্ধা ও সমবেদনা জানান তিনি।
বিকেল সাড়ে ৪টার কিছু আগে হোসনে দালানে যান প্রধানমন্ত্রী। সেখানে এম এ আজিজের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তার দোতলার বাসায় যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম এ আজিজ (৬৮)। বাদ মাগরিব বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় নামাজে জানাজা হবে রাত ৮টায় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন