রাজধানীর খিলক্ষেতে আজ সকাল সাড়ে ৬টার দিকে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলো, সদু মিয়া (৫০), তার ছেলে আব্দুল হালিম (৩০) ও বোন ফাতেমা বেগম (৪৫)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খিলক্ষেত থানাকে জানানো হয়েছে।আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার