শীতার্তদের মাঝে সাত দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
ছিন্নমূল পথচারী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগ মানবতার সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই এ প্রাচীন ছাত্র সংগঠন দেশ ও দেশের বাইরে যেখানেই মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ হয়েছে; সেখানেই পীড়িত মানুষের পাশে দাড়িয়েছে। জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে দেশের সকল ছাত্রকে নিয়ে সকল স্তরের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।
ছাত্রলীগ সভাপতি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় আগুন সন্ত্রাসী থালেদা জিয়া সৃষ্ট দুর্যোগ কঠোর হাতে দমনে মাঠে থেকে দেশের শান্তিপ্রিয় মানুষকে রক্ষা করেছে। পাশাপাশি নেপালে ভূমিকম্পে আর্তপীড়িত নেপালবাসীর পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগ নেপালবাসীর জন্য তহবিল সংগ্রহ করে তা পৌঁছে দেয়ার নজির স্থাপন করেছে, যা বিশ্বে বিরল। তিনি বলেন, ছাত্রলীগ প্রতিবছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছে। ঢাকা চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগ তারই ধারাবাহিকতা রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা চিকিত্সা বিজ্ঞান ছাত্রলীগের কম্বল বিতরণী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. কাজী মাহবুব, আসাদুজ্জামান আসাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ফরহাদুজ্জামন মনির প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ