চট্টগ্রামের বোয়ালখালী থানা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বোয়ালখালী থানাধীন গোমদন্ডী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা তা তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব