সবকিছু ঠিক থাকলে আজ বিকালে মুক্তি পেতে পারেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দীর্ঘ কারাভোগের পর কেরাণীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পাচ্ছেন তিনি। সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় তিনি কারাভোগ করছেন।
জামিন প্রশ্নে রুলের ওপর শুনানিতে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
চলতি বছরের ১০ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানায় করা এক মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জামিন পেয়েছিলেন।
আদালতে মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ