মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে ৩৬ জন পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা পুলিশ।
রবিবার দুপুরে সিলেট পুলিশ লাইনের এম শামসুল হক মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় পুলিশে কর্মরত মুক্তিযোদ্ধারা যুদ্ধদিনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। অনেক ত্যাগের ফসল এই বিজয়ের চেতনা সমুন্নত রাখার অঙ্গিকারও ব্যক্ত করেন তারা। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ ও লালন করে সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে কাজ করার আহবান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।