ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে সাবিনা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী খোরশেদকে (৪০) আটক করেছে পুলিশ।
রবিবার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের সাগুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বড়ভাই মো. স্বপন অভিযোগ করেন, ১২/১৩ বছর আগে সাবিনার সঙ্গে খোরশেদের বিয়ে হয়। তাদের সংসারে মোস্তফা, আরিয়ান ও জান্নাতুল নামের তিনটি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই খোরশেদ যৌতুকের জন্য আমার বোনকে চাপ দিতে থাকে। মাঝে মধ্যে মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতো। এজন্য মাঝে মাঝে বাড়ি থেকে কিছু টাকা পাঠিয়ে দিতাম। কিছুদিন আগেও খোরশেদ মারধর করে আমার বোনকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে আমরা তাকে একটি অটোরিকশা কিনে দেই। সকালে সাগুরাকান্দি গ্রাম থেকে খবর পাই আমার বোন মারা গেছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি মেঝেতে বোনের মরদেহ পড়ে রয়েছে। মৃত্যুর কারণ জানতে চাইলে সাবিনার বড় ছেলে মোস্তাফা জানায় তার বাবা ও দাদী (বাবার চাচি) তার মাকে গলা টিপে হত্যা করেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় খোরশেদকে আটক করে পুলিশে খবর দেই বলে জানান স্বপন।
কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, নিহতের গলায় এবং কোমরের সামনে লালচে দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে দাগগুলো কিসের। এ ঘটনায় নিহতের স্বামী খোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব