নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাদের বিরুদ্ধে বিরোধীদল যে অভিযোগ দিচ্ছে এটা মিথ্যা, সবাই তা প্রমাণিত করবেন। অন্যের মুখে চুনকালি দিয়ে বুঝিয়ে দিতে হবে, নারায়ণগঞ্জের মানুষ নৌকা ছাড়া বোঝেন না’।
রবিবার দুপুরে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেশন হলে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা ও শহর যুবলীগের কর্মীসভায় তিনি এ কথা বলেন।
আইভী বলেন, ‘শেখ হাসিনা সাময়িক সময়ের জন্য আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমরা সেই নৌকা জয়ের মালাসহ তুলে দিতে চাই। সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য মাঠে থাকবেন, আইভীর জন্য না। শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর নৌকার জন্য।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করেন তারা ইতোমধ্যে মাঠে নেমে নির্বাচনের কাজ করছেন। তারা কখনো ঘরে বসে থাকতে পারেন না।