নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নিতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে আপনারা আপনাদের পরামর্শ দিয়ে এসেছেন, ভালো কথা। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনে যে সিদ্ধান্ত দেবেন, তা আওয়ামী লীগ ও ১৪ দল মেনে নেবে। আশা করি, আপনারাও মেনে নেবেন। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা করবেন না’।
রবিবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় পার্টির (জেপি) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেপি’র সভাপতি এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।