ক্যাবল টিভি ব্যবসার নানা সমস্যা নিয়ে সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষনে রাজশাহী বিভাগীয় ক্যাবল অপারেটরদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ফিড অপারেটর ছাড়া সংযোগ না দেওয়া ও ওয়ার্ড ভিত্তিক ফিড অপারেটরদের লাইসেন্স দেওয়া এবং ক্যাবল টিভি ব্যবসাকে ডিজিটাল করার জন্য সিঙ্গেল ডিজিটে এসএমই ঋণ সুবিধা দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি কাজী বর্ণ উত্তম।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হাফিজ ছোটন, রফিকুল ইসলাম কচি, মুকিম হোসেন, কামাল আবুল নাসের, রেজা উন নবী আল মামুন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ