চট্টগ্রামে সাইফুল আলম চৌধুরী টিটো নামে আওয়ামী লীগের ভুয়া এক সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তার কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের জাল স্বাক্ষর করা একটি পরিচয়পত্র জব্দ করা হয়।
রবিবার নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মো.মারুফ হোসেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করার বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসার পর সাইফুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আটক হওয়া সাইফুল নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লায়নস ক্লাব ইন্টারন্যাশনালের লাইফ মেম্বার দাবি করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব