রাজধানীর শ্যামপুর ধোলাইপাড় এলাকায় ট্রাকচাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আছিয়া নামে আরও এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ধোলাইপাড় স্কুলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩ নারী শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে ঢামেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত আছিয়ার (২০) অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ