রংপুরের মিঠাপুকুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পল্লী চিকিৎসক বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে, শনিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি আহত হন।
বাবুল মিয়া উপজেলার হামিদপুর গ্রামের মৃত. আমজাদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নিতে চায়। এসময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাতে তিনি মারা যান।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব