ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকায় অজ্ঞাত পরিচয় (১৪) এক কিশোরের কাটা মাথা ও একটি পা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে মরদেহের খণ্ডিত দু’টি টুকরা উদ্ধার করা হয় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক কাউছার আহমেদ।
এসআই কাউছার আহমেদ বলেন, সকালে লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এক কিশোরের কাটা মাথা পড়ে আছে। পরে কিছুদূর গিয়ে দেখি হাটু থেকে গোড়ালি পর্যন্ত আরেকটি অংশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যা করে গুম করার উদ্দেশে মরদেহের বিভিন্ন অংশ বিভিন্ন যায়গায় ছুড়ে ফেলা হয়েছে। আরো কোন অংশ পাওয়া যায় কিনা তা খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব