বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি আশা করি, আপনারা নারায়ণগঞ্জে ২২ ডিসেম্বর নীরব ভোট বিপ্লব ঘটাবেন। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী ফলাফল শেষে বিজয় নিয়ে ঘরে ফিরবেন’।
সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
নারায়ণগঞ্জের জনগণ এবং বিএনপি ও ২০ দলের নেতাকর্মী-সমর্থকদেরকে ঐক্যবদ্ধ থাকা এবং যেকোনো উস্কানির মুখে সংযম ও শান্তি অক্ষুন্ন রাখার আহ্বানও জানান বিএনপি প্রধান।
তিনি বলেন, ‘সময়মতো ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন। মনে রাখবেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আপনাদের ভোট দেওয়ার ও অন্যান্য অধিকার ফিরিয়ে আনাসহ শান্তি স্থাপনে এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ’। ‘আমি আশা করি, ভোটের আগে ও পরেও আপনাদের নিরাপত্তা ও শান্তি অক্ষুন্ন থাকবে’।
বিএনপি পরীক্ষিত ও যোগ্য ব্যক্তিদের কাউন্সিলার পদে মনোনয়ন দিয়েছে দাবি করে মেয়র প্রার্থীর পাশাপাশি তাদেরকেও নির্বাচিত করার আহ্বান জানান খালেদা।