বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার ধানমন্ডিতে আতিউর রহমানের বাসায় যান সিআইডির ৪ সদস্যদের একটি দল।
রিজার্ভ চুরির ঘটনার পরপরই চাপের মুখে পদত্যাগ করেছিলেন আতিউর রহমান।
সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি মো. শাহ আলম সংবাদ মাধ্যমকে জানান, রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার তদন্ত চলছে। এটা রুটিন ওয়ার্ক। এর আগেও তার সঙ্গে কয়েক দফায় কথা হয়েছে।
রিজার্ভ চুরির ঘটনায় ইচ্ছাকৃত গাফিলতির জন্য সিআইডি বাংলাদেশ ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে চিহ্নিত করেছে বলে রয়টার্স খবর দেওয়ার পর তৎকালীন গভর্নরের বাসায় গেলেন তদন্ত কর্মকর্তারা।
গত ফেব্রুয়ারির শুরুতে ভুয়া সুইফট মেসেজ পাঠিয়ে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের এক ব্যাংকে সরিয়ে নেয় হ্যাকাররা। জুয়ার টেবিল হয়ে ওই টাকা মিশে যায় দেশটির অর্থবাজারে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ