বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন নিপীড়নের মামলায় গ্রেফতার মো. কামাল হোসেনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এই অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে জানান পিবিআইয়ের প্রধান ডিআইজি বনজ কুমার ভৌমিক।
তিনি বলেন, কামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তে আমাদের মনে হয়েছে, কামাল ওই ঘটনায় জড়িত। ওই ঘটনায় আর কাউকে পিবিআই শনাক্ত করতে পারেনি বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির এই মামলায় আট আসামিকে শনাক্ত করেছিল পুলিশ। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু আসামিদের নাম-ঠিকানা না পাওয়ার কারণ দেখিয়ে ২০১৫ সালের ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ওই চূড়ান্ত প্রতিবেদনও গ্রহণ করে ট্রাইব্যুনাল। পরে সনাক্তকৃত আসামীদের মধ্যে মো. কামাল আটক হলে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মামলাটি পুনঃতদন্তের আবেদন করা হয়। আটককৃত কামাল কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব