রাজধানী ভাটারার বারিধারায় নির্মাণাধীন একটি বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। গতকাল গভীর রাতে বারিধারার জে ব্লকের ৩ নম্বর রোডে একটি নির্মাণাধীন বাড়ি থেকে উদ্ধারকৃত নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।
আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভাটারা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, ওই যুবকের মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তার পরনে ছিল নীল কালো ডোরা ফতুয়া ও জিন্স প্যান্ট।
বিডি প্রতিদিন/এ মজুমদার