ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। টানা নবম দিনের আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল আশুলিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতাকর্মীদের একের পর এক সভা-সেমিনার এবং সংবাদ সম্মেলনের পরও কাজে যোগ দেয়নি প্রায় অর্ধশতাধিক কারখানার শ্রমিক।
জানা যায়, শ্রমিকরা নূন্যতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ টিয়ারসেল নিক্ষেপ করে বিক্ষুদ্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সড়কটিতে প্রায় ১৫ মিনিট যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিকরা এখনও পর্যন্ত জটলা বেঁধে অবস্থান করছেন। সড়কে ও গুরুত্বপূর্ণ স্থানে র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির। জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের সাথে আলোচনা করে তাদেরকে দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সাথে কথা বলেও আন্দোলনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার