জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে খাদ্য সংগ্রহ, সংরক্ষণসহ সকল তথ্য অনলাইন সিস্টেমে নিয়ে আসার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আমন ফসল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অধিদপ্তরের সকল কার্যক্রম অনলাইন সিস্টেমে নিয়ে আসা হলে ইউনিয়ন পর্যায়ের তথ্য-উপাত্ত জানতে পারবে মানুষ। দেশের সকল ডিলার ও কার্ডধারীদের নামের তালিকাও সংযুক্ত করা হচ্ছে। যাতে ঢাকা থেকে দেশের যেকোন প্রান্তের হতদরিদ্রদের তালিকা নিয়ে তদারকি করা যায়।
তিনি বলেন, মূলত স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ সহায় সম্বলহীন ও হতদরিদ্রের খাদ্য নিরাপত্তা বিধানে সচেষ্ট হয়েছে।
সরকার ৩ লাখ মেট্রিক টন আমন সংগ্রহের টার্গেট নির্ধারণ করেছে জানিয়ে তিনি বলেন, সেই অনুযায়ী চুক্তিও করেছে। আগামী মার্চ মাসের মধ্যে চুক্তি অনুসারে চাল সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
খাদ্য বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদির, চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহমিনুল হক প্রমূখ।