সিলেট অঞ্চলের প্রথম মুসলমান শাহ গাজী হযরত বুরহান উদ্দিন (রহ.) এর মাজারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিলাফ প্রদান করা হয়েছে।
তার পক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার দুপুরে মাজারে গিলাফ ছড়িয়ে দেন। তিন দিনব্যাপী ওরশ আগামীকাল বুধবার শেষ হবে।
গিলাফ প্রদানকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহতদেও রুহের মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে মাজারের খাদেম আতাউর রহমান উপস্থিত ছিলেন।
পরে শফিকুর রহমান চৌধুরী মাজার ও আশপাশ এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।