চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছাগির হোসেন প্রকাশ ছোট ছাগিরকে (৩৪) অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর পানওয়ালা পাড়ার হীরার কলোনি থেকে আটক করেছে বলে জানান ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদ।
তিনি বলেন, ছাগিরকে আটকের পর তার শরীরের পেছনে লুঙ্গির ভাঁজ থেকে একটি দেশিয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী ছাগিরের বিরুদ্ধে অস্ত্র আইনে ৩টি, বিস্ফোরক আইনে ১টিসহ মোট ৭টি মামলা আছে। ছাগির নগরীর হাজীপাড়ার শফিক আহমেদের বাড়ির জালাল আহমদ ড্রাইভারের ছেলে।